ইসলামী বিশ্ববিদ্যালয়
শোক দিবসের আলোচনা শেষে মারামারি, ছাত্রলীগের ৮ কর্মী বহিষ্কার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোক দিবসের আলোচনা সভা শেষে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ছাত্রলীগের আট কর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী সাব্বির খান, শামীম রেজা, আকিব মাসুদ অনুভব, পারভেজ হোসেন বানাত ও আব্দুল কাদের। শেখ রাসেল হল শাখার কর্মী আশিক কুরাইশী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার কর্মী শাহদুল্লাহ সিদ্দিকী সাইমুন ও তাসিন আজাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ আটজনকে সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে আবেদন করা হয়েছে।
রোববার (২০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অংশ নিতে মিলনায়তনে ঢোকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রুমি নোমান/এসআর/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাবি প্রেসক্লাবের পুনর্মিলনী শনিবার, বর্ণিল সাজে ক্যাম্পাস
- ২ ‘সি’ ইউনিটে উপস্থিতি ৮৭ শতাংশ, আসনপ্রতি ভর্তিচ্ছু ২৯
- ৩ জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি
- ৪ জকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিতদের খালেদার কবর জিয়ারত
- ৫ এককালীন ফি দুবার আদায়, ১৬ লক্ষাধিক টাকা ফেরত পাবে শিক্ষার্থীরা