জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ট্রাকের ধাক্কায় আহত শিক্ষার্থী ফাবিহা মারা গেছেন
ট্রাকের ধাক্কায় আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী মারা গেছেন।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক খন্দকার মো. আশরাফুল মুনিম বলেন, ‘তার মৃত্যুর খবর পেয়েছি। বিভাগের কয়েকজন শিক্ষকসহ আমরা এখন হাসপাতালে যাচ্ছি।’
আরও পড়ুন: প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস জাবি ছাত্রীর
বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ফাবিহা নিজ বাসা থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়েন তিনি। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান। এরপর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার মারা যান।
মাহবুব সরদার/জেএস/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল ৭ জানুয়ারির মধ্যে
- ২ চবির ভর্তি পরীক্ষায় মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিতে এসে বাবার মৃত্যু
- ৩ চবির ‘ডি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি হার ৯২ শতাংশ
- ৪ ভর্তি পরীক্ষায় এক সিটে তিন শিক্ষার্থী, ডিনের ওপর ক্ষুব্ধ উপাচার্য
- ৫ চবিতে ভর্তিচ্ছু অসুস্থ দুই শিক্ষার্থী পরীক্ষা দিলেন মেডিকেল