রাবি ছাত্রলীগের সম্মেলন ১৮ সেপ্টেম্বর, রুয়েটের ১৯
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এ বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমরা অনেক ভালোভাবে সম্মেলনের আয়োজন করে দক্ষ ও মেধাবীদের হাতে নতুন নেতৃত্ব তুলে দিতে পারবো বলে আশাবাদী।
রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ইসফাক ইয়াসশির ইপু বলেন, ২০১৬ সালের পর আবার হতে যাচ্ছে ছাত্রলীগের শাখা সম্মেলন। আমরা চাই এমন নেতৃত্ব আসুক যারা সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন। ছাত্রলীগের গতিশীলতা আরও বাড়িয়ে স্মার্ট ছাত্রলীগে পরিণত করবেন।
সবশেষ ২০১৬ সালের ৭ ডিসেম্বর রুয়েট ও ৮ ডিসেম্বর রাবি শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ১১ ডিসেম্বর দুই শাখায় ঘোষণা করা হয় নতুন কমিটি। এরপর থেকে তারাই নেতৃত্ব দিয়ে আসছেন এ দুই বিশ্ববিদ্যালয়ে।
মনির হোসেন মাহিন/এসআর/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাবি প্রেসক্লাবের পুনর্মিলনী শনিবার, বর্ণিল সাজে ক্যাম্পাস
- ২ ‘সি’ ইউনিটে উপস্থিতি ৮৭ শতাংশ, আসনপ্রতি ভর্তিচ্ছু ২৯
- ৩ জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি
- ৪ জকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিতদের খালেদার কবর জিয়ারত
- ৫ এককালীন ফি দুবার আদায়, ১৬ লক্ষাধিক টাকা ফেরত পাবে শিক্ষার্থীরা