ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবির সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি উজ্জ্বল কুমার মন্ডল

প্রকাশিত: ০১:২১ পিএম, ২২ মার্চ ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল সভাপতির দায়িত্ব নিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
 
দায়িত্ব গ্রহণের সময় কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ ও রাকিব আহমেদ উপস্থিত ছিলেন।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ২০০৮ সালে স্নাতক ও ২০০৯ সালে স্নাতকোত্তর শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে ২০১১ সালে যোগদান করেন।
 
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, বিভাগে কিছুটা অচল অবস্থা আছে, ছাত্রদেরকে প্রাধান্য দিয়ে শিক্ষকদের সাথে নিয়ে বিভাগের সংকট ও ক্লাসের সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে চাই। বিভাগের শিক্ষক সংকট রয়েছে, আমি চেষ্টা করব অতি দ্রুত বিভাগে নতুন শিক্ষক আনার জন্য।

তিনি আরো বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান বিভাগ হিসেবে সাংবাদিকতা বিভাগকে আমি দেখতে চাই। সে লক্ষ্যেই আমি কাজ করে যাব।

পরে অনুষদের ডিন ও বিভাগের সকল শিক্ষকের উপস্থিতিতে বিভাগের সভাপতির কার্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

হাফিজুর রহমান/এসকেডি/এবিএস