অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন নিয়ে বিপাকে শাবিপ্রবি শিক্ষার্থীরা
অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন নিয়ে বিপাকে পড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
একাধিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রদত্ত নির্দিষ্ট লিংকে ঢুকে কোর্স রেজিস্ট্রেশন করতে সমস্যা হচ্ছে। ব্রাউজারে ঢোকার পর ইউএসএন ও সেমিস্টার লিখলে কোর্সের নাম আসে। তবে সেভ অপশনে কাজ করে না। সাধারণত কোর্স সিলেক্ট করে সেভ অপশন ক্লিক করলে এপ্রুভাল স্ট্যাটাস উন্মুক্ত হলে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বলে জানা যেত। কিন্তু এখন সেভ অপশনে কাজ না করায় সেটাতেও ক্লিক হচ্ছে না এবং এপ্রুভাল স্ট্যাটাসও উন্মুক্ত হয় না। ফলে রেজিস্ট্রেশন করা সম্ভব হচ্ছে না।
শিক্ষার্থীরা আরও জানায়, সেমিস্টার ফি জমা দিয়ে রেজিস্ট্রার দপ্তরে এন্ট্রি করানোর পরও কোর্স রেজিস্ট্রেশন করতে পারছি না। এদিকে রেজিস্ট্রেশনের সময়সীমাও শেষ হয়ে যাচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জুনায়েদ বলেন, অনলাইনে সেমিস্টার ফি জমা দিয়ে এক সপ্তাহ আগে এন্ট্রি করিয়েছি। তারপরও অনেকবার চেষ্টা করে কোর্স রেজিস্ট্রেশন করতে পারছি না। আমার মতো অনেকেই এ সমস্যায় পড়েছে। এদিকে কোর্স রেজিস্ট্রেশনের সময়সীমাও শেষ হয়ে যাওয়ার পথে। কি জন্য এমন করছে সেটা বুঝতেছি না।
বাংলা বিভাগের শিক্ষার্থী রুবেল আহমদ বলেন, তিন চারদিন ধরে লাগাতার চেষ্টা করেও রেজিস্ট্রেশন করতে পারছি না। সেইভ অপশনে কাজ করে না। এপ্রুভাল স্ট্যাটাস ও কাজ করে না। পূর্বে সেমিস্টার ফি জমা না দিয়েও রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হয়নি।
এ সমস্যার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক মো. মুজিবুর রহমান জাগো নিউজকে বলেন, অনলাইনে অথবা বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকের মাধ্যমে সেমিস্টার ফি জমা দিয়ে রেজিস্টার দপ্তরে এন্ট্রি করাতে হয়। এন্ট্রি করলে কোর্স রেজিস্ট্রেশন করতে আশাকরি সমস্যা হবে না। যারা সেমিস্টার ফি দেয় নি অথবা ফি দিলেও এন্ট্রি করায় নি তাদের ক্ষেত্রে এ সমস্যা হতে পারে।
সেমিস্টার ফি জমা না দিয়ে পূর্বে কোর্স রেজিস্ট্রেশন করা গেলেও এখন কেন করা যাচ্ছে না এ বিষয়ে তিনি বলেন, সেমিস্টার ফি দিয়ে একজন শিক্ষার্থীকে তার ভর্তি নিশ্চিত করতে হবে। তাহলে বুঝতে পারবো ঐ শিক্ষার্থী পরীক্ষা দিবে। পূর্বে এ নিয়ম ছিল। করোনা মহামারির কারণে এ বিষয়ে একটু শিথিলতা আনা হয়েছিল। ফলে সেমিস্টার ফি না দিয়েও রেজিস্ট্রেশন করা গেছে। এখন পূর্বের নিয়মানুযায়ী সেমিস্টার ফি জমা দিয়ে এন্ট্রি না করলে শিক্ষার্থীরা কোর্স রেজিস্ট্রেশন করতে পারবে না।
এন্ট্রি করার পরও কোর্স রেজিস্ট্রেশন করতে না পারলে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার দপ্তরে যোগাযোগ করতে বলেন তিনি।
নাঈম আহমদ শুভ/এসজে/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাবি প্রেসক্লাবের পুনর্মিলনী শনিবার, বর্ণিল সাজে ক্যাম্পাস
- ২ ‘সি’ ইউনিটে উপস্থিতি ৮৭ শতাংশ, আসনপ্রতি ভর্তিচ্ছু ২৯
- ৩ জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি
- ৪ জকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিতদের খালেদার কবর জিয়ারত
- ৫ এককালীন ফি দুবার আদায়, ১৬ লক্ষাধিক টাকা ফেরত পাবে শিক্ষার্থীরা