বাকৃবিতে মোটরসাইকেলের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মোটরসাইকেলের ধাক্কায় এক রিকশাচালকের (৫০) মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তি ও বহিরাগত ওই মোটরসাইকেল চালকের পরিচয় জানা যায়নি।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউ (বিনা) এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) সংলগ্ন রোডে এ ঘটনা ঘটে।
রিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক মারাত্মক আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে হেলথ কেয়ার সেন্টারে নিয়ে যান। পরে তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. মহিউদ্দীন হাওলাদার বলেন, বিশ্ববিদ্যালয়ের বিনা রোড সংলগ্ন জেনেটিক্স গবেষণা খামারের সামনে মোটরসাইকেল ও রিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
এসআর/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল ৭ জানুয়ারির মধ্যে
- ২ চবির ভর্তি পরীক্ষায় মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিতে এসে বাবার মৃত্যু
- ৩ চবির ‘ডি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি হার ৯২ শতাংশ
- ৪ ভর্তি পরীক্ষায় এক সিটে তিন শিক্ষার্থী, ডিনের ওপর ক্ষুব্ধ উপাচার্য
- ৫ চবিতে ভর্তিচ্ছু অসুস্থ দুই শিক্ষার্থী পরীক্ষা দিলেন মেডিকেল