জাগো নিউজে সংবাদ প্রকাশ
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে কোর্স নিবন্ধনের সময়সীমা বাড়লো
ফাইল ছবি
শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে কোর্স নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক মুজিবুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষাবর্ষ ও সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষার অনলাইনে কোর্স নিবন্ধন ও ই-পেমেন্টের মাধ্যমে ক্রেডিট ফি জমাদানের সময়সীমা আগামী ৫ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হলো।
আরও পড়ুন: অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন নিয়ে বিপাকে শাবিপ্রবি শিক্ষার্থীরা
অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীদের services.student.sust.edu:9090 লিঙ্কে এবং ই-পেমেন্ট করতে epayment.sust.edu লিঙ্কে প্রবেশ করতে হবে।
এরআগে, রোববার (১৭ সেপ্টেম্বর) ‘অনলাইনে কোর্স নিবন্ধন নিয়ে বিপাকে শাবিপ্রবি শিক্ষার্থীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জাগোনিউজ২৪.কম।
নাঈম আহমদ শুভ/এসআর/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাবি প্রেসক্লাবের পুনর্মিলনী শনিবার, বর্ণিল সাজে ক্যাম্পাস
- ২ ‘সি’ ইউনিটে উপস্থিতি ৮৭ শতাংশ, আসনপ্রতি ভর্তিচ্ছু ২৯
- ৩ জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি
- ৪ জকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচিতদের খালেদার কবর জিয়ারত
- ৫ এককালীন ফি দুবার আদায়, ১৬ লক্ষাধিক টাকা ফেরত পাবে শিক্ষার্থীরা