ইউআইটিএসে হয়ে গেলো বিতর্ক কর্মশালা
দেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস) পাবলিক স্পিকিং ও বিতর্কের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভ তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মূল আলোচক ছিলেন সাবেক জাতীয় বিতার্কিক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ক্যান্টনমেন্ট জোন) অতিরিক্ত উপকমিশনার মো. ইফতেখায়রুল ইসলাম।
ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি মমিনুল হক রাকিবের সভাপতিত্বে ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলামসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের মডারেটর রিজবান আহমেদ রাফসান বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হিসেবে পাবলিক স্পিকিং বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনে শিক্ষার্থীদের প্রস্তুত করা সম্ভব।
ব্যক্তিজীবনে বিতর্কের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে প্রধান আলোচক মো. ইফতেখায়রুল ইসলাম বলেন, কর্মজীবন থেকে শুরু করে আমার ব্যক্তিগত জীবনে বিতর্ক আমাকে সর্বদাই আত্মবিশ্বাস জুগিয়েছে। বিতর্ক আপনাদের মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তুলবে।

বিতর্কের বিভিন্ন দিক ও নিয়ম-কানুন নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বিতর্কের পাশাপাশি পাবলিক স্পিকিং নিয়েও সম্যক ধারণা দেন সাধারণ শিক্ষার্থীদের।
কর্মশালার শেষে ‘ইউসেক আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৩’ এর বিজয়ী, রানার্স আপ ও প্রতিযোগীদের হাতে সনদ তুলে দেন ইফতেখায়রুল ইসলাম।
বিএ/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি