ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

স্মৃতিসৌধে ঢাবি ও জাবির শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ০২:৩৫ এএম, ২৬ মার্চ ২০১৬

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচর্য অধ্যাপক ফারজান ইসলাম। শনিবার সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রেজিস্টারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পুস্পস্তক অর্পণ শেষে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন,  যে লক্ষ্যকে সামনে রেখে দেশ স্বাধীন হয়েছিল আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। দেশের উন্নতি এখন ঈর্ষা করার মত। তবে এক শ্রেণির রাজনীতিবিদ দেশটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে।

জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, আমরা ২৫ মার্চ মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কালো রাত্রির অন্ধকার দূর করার চেষ্টা করেছি। আজকের এই দিনে দেশের শিক্ষিত সমাজকে সজাগ থাকতে হবে। কারণ অপশক্তি থেমে নেই।

এএইচ/আরআইপি