রাবির বাংলা বিভাগের অ্যালামনাই সম্মিলন ৮ এপ্রিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের প্রথম অ্যালামনাই সম্মিলন আগামী ৮ এপ্রিল শুরু হতে যাচ্ছে। দুই দিনব্যাপি এ সম্মেলন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বাংলা বিভাগের অ্যালামনাই এর আহ্বায়ক অধ্যাপক ড. পিএম সফিকুল ইসলাম এ তথ্য জানান।
পিএম সফিকুল ইসলাম জানান, আগামী ৮ ও ৯ এপ্রিল বাংলা বিভাগের প্রথম অ্যালামনাই সম্মিলন অনুষ্ঠিত হবে। ৮ এপ্রিল সকালে বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এরপর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্মিলনের উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আবদুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। এ দিন বিকেলে স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, সম্মিলনের দ্বিতীয় দিন ৯ এপ্রিল বেলা ১১ টায় শিক্ষা সাহিত্য সংস্কৃতি, সমাজ ও মানবসম্পদ উন্নয়নে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হবে।
অধ্যাপক ড. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন আবুল হাসান চৌধুরী। এরপর বাংলা বিভাগ অ্যালামনাই পুরস্কার ‘কলাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ পুরস্কার-২০১৫’ প্রদান করা হবে। সৃজনশীল ও সাহিত্যে গবেষণায় বিশেষ অবদানের জন্যে দুইজনকে এ পুরস্কার প্রদান করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাশেদ রিন্টু/এসএস/এবিএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ উপ-উপাচার্যকে দেখে ‘দালাল’ বলে স্লোগান শাবিপ্রবি শিক্ষার্থীদের
- ২ ঢাবিতে সংস্কৃত বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
- ৩ শাকসু নির্বাচন স্থগিতে বিএনপি-ছাত্রদলকে দায়ী করলেন শিক্ষার্থীরা
- ৪ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের মানববন্ধন
- ৫ শাকসু নির্বাচন দাবিতে ফের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা