চবিতে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিব্ধি হয়ে একজন নিহত হয়েছেন। এছাড়া তিনজন আহত হয়েছেন। শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবেদন শেষে কথা কাটাকাটির এক পর্যায়ে রোববার সকালে এ সংঘর্ষ শুরু হয়।
এ সময় গুলিবিদ্ধ হন সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী তাপস রায়। তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান ।
আহতরা হলেন- সাংবাদিকতা বিভাগের আলম, উদ্ভীদ বিজ্ঞান বিভাগের আল-আমীন রিমন ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চাইলে লাখো হাদি তৈরি হবো
- ২ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাবি ছাত্রদলের মিছিল
- ৩ আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগ, দায়িত্বে উপাচার্য-উপ-উপাচার্যদ্বয়
- ৪ দাফনের তৃতীয় দিনেও হাদির কবরে মানুষের ভিড়, চোখে অশ্রু
- ৫ জাবির ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে নকল, শিক্ষার্থী আটক