যৌন হয়রানি : স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলেন শিক্ষক ফেরদৌস
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রশীদ ফেরদৌস আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। দুই দিনের রিমান্ড শেষে শনিবার ঢাকা চীপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।
তদন্তকারী কর্মকর্তা কলাবাগান থানার উপ-পরিদর্শক শামীম আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম তার জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি গ্রহণ শেষে ফেরদৌসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এর আগে গত মঙ্গলবার (৩ মে) রাতে কলাবাগান থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করলে ওই রাতে কলাবাগানের বাসা থেকে শিক্ষক ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার (৪ মে) মামলার সুষ্ঠু তদন্তে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাকসু নিয়ে শিবির নেতার বক্তব্যে জবি ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া
- ২ জবির আবাসন সংকট সমাধানকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি
- ৩ শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন
- ৪ নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান আন্দোলনকারীদের
- ৫ ঢাবিতে পোষাপ্রাণীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘পেট কার্নিভাল’