ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা বাতিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷

মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীদের উপস্থিতিতে পোষ্যকোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি মিটিংয়ে পোষ্যকোটা সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তিনি আরও বলেন, কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল। তাদের দাবির প্রেক্ষিতে আমরা আজ কর্মকর্তা, কর্মচারীদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করি। আলোচনায় তারা শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকা নিয়ে পোষ্যকোটা বাতিলে মত দেন।

উপাচার্যের এমন ঘোষণার পর আন্দোলনকারী ৪৮ ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ ফাহিম বলেন, আমরা কয়েকদিন যাবৎ নানাভাবে পোষ্যকোটা বাতিলের জন্য আন্দোলন করে এসেছি। আজ উপাচার্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানালেন। অভিভাবকতুল্য প্রশাসনের এমন সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। শুধু শিক্ষার্থীর সঙ্গে নয়, জাহাঙ্গীরনগরে কোনো শ্রেণি-পেশার মানুষের সঙ্গে অন্যায় না হোক।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পোষ্যকোটার সুযোগ সুবিধা পুনর্বহালের দাবিতে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে দুপুর ২টায় কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন৷ মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে এবং পোষ্যকোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে ভিসি সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পোষ্যকোটা ইস্যু সমাধানে ৪ ঘণ্টার সময় চান৷ পরে টানা ৭ ঘণ্টা মিটিং শেষে এই সিদ্ধান্ত আসে৷

সৈকত ইসলাম/এফএ/এমএস