ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লাউয়াছড়ায় দেখা মিললো উল্টোলেজি বানরের

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা মিললো উল্টোলেজি বানরের। এরা কেশরওয়ালা সিংহ বানর, ছোট লেজি বানর, উলু বান্দর, কুলু বান্দর নামেও পরিচিত।

সোমবার (৬ সেপ্টেম্বর) বনের ভেতরে রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে এদের দেখা পাওয়া যায়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্র জানায়, ইংরেজিতে এ বানরের নাম Northern pig-tailed macaque। এরা বৃক্ষবাসী ও দিবাচর। শক্ত-সমর্থ পুরুষের নেতৃত্বে পাঁচ থেকে পঁচিশটির মতো দলবদ্ধভাবে বাস করে।

jagonews24

উল্টোলেজি বানরের সোনালি রঙের লেজটি মেরুদণ্ড বরাবর নিচের দিকে একটু উঁচু হয়ে ঝুলে থাকে। এদের গায়ের রঙ হালকা সোনালি থেকে বাদামী হয়। তবে ওপরের অংশ জলপাই ধূসর আর নিচের দিক ধূসর সাদা। মাথার মাঝখানটা চ্যাপ্টা ও কালচে রঙের। বয়স্ক বানরের মাথায় কখনো কখনো কেশর দেখা যায়। ১৬২-১৮৬ দিন পর একটি বাচ্চা দেয় এরা। এ প্রজাতির বানর ১০-১২ বছর বাঁচে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় এ প্রজাতিকে ‘সঙ্কটাপন্ন’ বিবেচনা করা হয়েছে।

jagonews24

প্রকৃতিপ্রেমী রুহুল ইসলাম হৃদয় বলেন, এরা ২০-২৫টি বানর মিলে দলবদ্ধভাবে বাস করে। কাউকে ভয় দেখানোর জন্য দাঁত-মুখ খিঁচিয়ে ভেংচি কাটে এরা। এরা ফল-মূল, কচি পাতা, কুঁড়ি, কীটপতঙ্গ, কাঁকড়া, পাখির বাচ্চা, পাখির ডিম খায়।

আব্দুল আজিজ/আরএইচ/এমএস