বরগুনায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পিলারসহ একজন আটক
বরগুনায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পিলারসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৫টার দিকে আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম আব্দুল মজিদ গাজী (৬৫)। তিনি আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ এলাকার বাসিন্দা মৃত মোমেন গাজীর ছেলে।
জেলা ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই বশির আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি পিলারসহ আব্দুল মজিদকে আটক করা হয়।
পিলারটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি ও ২৪ ইঞ্চি গোলাকার। ওজন ২১ কেজি ২০০ গ্রাম। পিলারের ওপরে খোদাই করে ইংরেজিতে লেখা ‘বিআরএস’। নিচের অংশে পিতলের ওপর তিনটি ছিদ্র ও ইংরেজিতে বড় অক্ষরে ‘ইস্ট ইন্ডিয়া কো. ১৮১৮’ লেখা।
বরগুনা ডিবির ওসি শহিদুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, আটক ব্যক্তিকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআর/এমএস