এমপির ছেলেকে ছাড়াতে প্রভাব বিস্তার
সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটকের পর থেকে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে বিষয়টি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিতে জোর চেষ্টা ও তদবির অব্যাহত রেখেছেন এ সংসদ সদস্য। প্রশাসনের পক্ষ থেকেও ভিন্ন মন্তব্য প্রকাশ করা হচ্ছে।
এ ব্যাপারে শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বৃহস্পতিবার রাতে জানান, রুমনের বিরুদ্ধে অস্ত্র, মটরযান আইনসহ গাড়িতে সংসদ সদস্যের স্টিকার লাগানোর অপরাধে মামলা হয়েছে। মামলা নম্বর-৩৩।
তবে কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন শুক্রবার দুপুর ২টার দিকে জানান, পুলিশ তার অপরাধগুলো পর্যালোচনা করছে। তার বিষয়ে কী সিদ্ধান্ত হবে, এটা পরে গণমাধ্যমকর্মীদের জানানো হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় সাফায়েত সরোয়ার রুমনকে একটি বিদেশি পিস্তল, ৪৩ রাউন্ড গুলি ও তিন নারীসহ আটক করে পুলিশ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার সুন্দরবন সংলগ্ন বর্ষা রিসোর্টের ১০৪ নাম্বার কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়।
প্রসঙ্গত, রুমনের বিরুদ্ধে জেলা শহরের সাধারণ জনগনকে মারধর, চাঁদাবাজি ও মাদক সেবনসহ একাধিক অভিযোগ রয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস