রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আটক ৩
রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, সদর উপজেলার শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহজালাল মাঝি ও ৯ নম্বর পৌর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাওলা মিয়া।
ওসি বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাঙামাটির বিভিন্ন জায়গায় অভিয়ান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ/জিকেএস