ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে দুদল গ্রামবাসীর সংঘর্ষ

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২০ মে ২০১৬

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্য ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ রিপোর্ট রাত সাড়ে ৮টায় লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।  

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে ওই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে দুইজন নিহত হন। গ্রামের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে চলে আসছিল। এরই জের ধরে বিকেলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় পুলিশসহ চারজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আসাদুজ্জামান ফারুক/এআরএ/এমএস