চিকিৎসক হত্যাকাণ্ডে জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে
কুষ্টিয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসক সানোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় জঙ্গিদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন র্যাব-১২ এর সিইও শাহাবুদ্দিন খান।
শুক্রবার বিকেলে কুষ্টিয়ার শিশিরপাড়া মাঠে হোমিও চিকিৎসক সানাউল্লাহ হত্যাকাণ্ডের ঘটনাস্থল ও বোমা বিস্ফোরণে স্কুল ছাত্র নায়িম যেখানে নিহত হয় সেই ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাধারণত জঙ্গিরা এই ধরনের খুনের সঙ্গে জড়িত থাকেন। জঙ্গিদের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সাথেই দেখছি। এই ঘটনায় ঘটনাস্থল থেকে যে বোমা উদ্ধার হয়েছে সেগুলো যথেষ্ট শক্তিশালী বোমা। সাম্প্রতিক সময় সারাদেশে যে সব জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণ সেগুলো সাহসের সাথে মোকাবেলা করেছে।
বাংলাদেশে জঙ্গি তৎপরতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে বলে দাবি করেন তিনি। এ সময় র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিবসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আল-মামুন সাগর/এআরএস/এমএস