ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুনর্বাসন-দুষ্কৃতকারীদের গ্রেফতার চেয়ে কাফির আলটিমেটাম

উপজেলা প্রতিনিধি | কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আগামী সাতদিনের মধ্যে পুনর্বাসন ও দুষ্কৃতকারীদের গ্রেফতারে আলটিমেটাম দিয়েছেন জুলাই আন্দোলনে সম্মুখসারিতে থাকা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে ধ্বংস স্তূপের ওপর বসে এ কথা জানান তিনি।

তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে যদি কথা না বলতাম, রাজপথে মিছিল না করলে আজ কিছুই হতো না। দেশের পক্ষে কথা বলার কারণে টার্গেটে পড়ে আজ আমার এ অবস্থা হলো। সব শেষ হয়ে গেলো। অন্তর্বর্তীকালীন সরকার বসালাম সে সরকারও আমাদের নিরাপত্তা দিতে পারল না। আমি এ সরকারকে সাতদিনের আলটিমেটাম দিয়েছি, সাতদিনের মধ্যে আমার এ পোড়ানো ময়লা সরিয়ে ঘর পুনর্নির্মাণের কাজ শুরু করতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। তা না হলে ছাত্রসমাজ রাজপথে এর বিচারে নেমে পড়বে। অন্যথায় আমি একাই বিচারের দাবিতে বিকল্প ব্যবস্থা তৈরি করবো।

এর আগে মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে নুরুজ্জামান কাফির বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুরো বাড়িতে একটি গোয়ালঘর ব্যতীত সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

পুনর্বাসন-দুষ্কৃতকারীদের গ্রেফতার চেয়ে ফাফির আল্টিমেটাম

এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, আমাদের ঘরে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পুড়ে মারার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই।

ওয়ালি উল্লাহ ইমরান নামের কাফির এক প্রতিবেশী জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের সঙ্গে আমরাও আগুন নেভানোর কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত।

পুনর্বাসন-দুষ্কৃতকারীদের গ্রেফতার চেয়ে ফাফির আল্টিমেটাম

ঘটনাস্থল পরিদর্শন করে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। পরে তিনি নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমানের হাতে প্রাথমিক সহযোগিতা তুলে দেন।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম