ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জিএমপি কমিশনার

ইজতেমায় হামলার প্রচারণা আছে, তবে ভয়ের কিছু নেই

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচারণা আছে- এখানে (ইজতেমা ময়দানে) হামলা হতে পারে। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। এটি হয়তো ধর্মপ্রাণ মুসলমানদের ভয় দেখানোর জন্য করা। যাতে সমাবেশে লোকজন সমাগম না হয়। আমি আপনাদের অনুরোধ রাখবো- ‘এটিতে ভয় পাওয়ার কিছু নাই’।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের স্থাপন করা কন্ট্রোল রুমে ইজতেমার সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, আমরা সুইমিং করেছি, মাঠে মধ্যে কোনো বোম নাই। নিশ্চিতভাবে আমরা বলতে পারি। কিন্তু এরপরে কখনো ঢুকবে না সেটি আমরা ফেলে দিতে পারি না। আমরা তার জন্য চেকপোস্ট বসিয়েছি। তবে হামলার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। আমার মনে হয় না এটি কোন নির্ভরযোগ্য সোর্স। আমরা এটি খতিয়ে দেখবো। আমরা এটি নিয়ে কাজ করছি, আমরা এটিকে কোনো থ্রেড মনে করছি না।

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, এখানে যারা আছেন তারাও তাদের ভলান্টিয়ার সার্ভিসের জন্য প্রচুর সংখ্যক নিরাপত্তা প্রহরী রেখেছেন। তারাও নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। আমরা চারিদিকে লোক রেখেছি। চেকপোস্ট রেখেছি, সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি এবং ড্রোনের মাধ্যমেও লক্ষ্য রাখছি।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম