সারাবছর পানিতে তলিয়ে থাকে সড়ক
শীত কিংবা বর্ষা, সব ঋতুতে সারাবছর পানিতে তলিয়ে থাকে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর এলাকার একটি সড়ক। সড়কটি নারায়ণগঞ্জ শহর থেকে ফতুল্লার বক্তাবলী যেতে ব্যবহার হয়ে থাকে। পানিতে তলিয়ে থাকায় চরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের।
এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে সড়কের কাজ করবেন। কিন্তু নির্বাচন শেষে তাদের খবর থাকে না। এভাবেই বছরের পর বছর গেলেও এলাকাবাসীর ভোগান্তির লাঘব হচ্ছে না।
সড়কের পাশের দোকানি আব্দুর রশিদ বলেন, এই সড়ক দিয়ে আমরা চলাফেরা করতে পারি না। বিগত প্রায় ৫ বছর এই অবস্থা চলছে। মানুষ মারা গেলে তার লাশ নিয়ে বের হওয়ারও কোনো উপায় থাকে না।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার বলেছিলেন রাস্তা করে দিবেন। কিন্তু তিনি নির্বাচনে জয়ী হওয়ার পর এখানে এসে উঁকিও দেননি। তিনি এখানে আসেনই না। চেয়ারম্যানও কোনো খবর নেননি। সারাবছর পানি জমে থাকে। আমি একটা দোকান চালাই কিন্তু পানির কারণে ক্রেতা আসে না।
মোহাম্মদ শহীদুল্লাহ নামে স্থানীয় এক বৃদ্ধ বলেন, পানির জন্য মসজিদে যেতে পারি না। কেউ মারা গেলে লাশ নিয়ে যাওয়া যায় না। বাড়ি ঘরে থাকতে পারি না। কিছুদিন পরপর বাড়ি-ঘরে পানি ওঠে। রাস্তা চলাচল করতে গিয়ে অনেক নারী পড়ে গিয়ে গুরুতর আহত হন। চেয়ারম্যান মেম্বাররা কোনো খেয়ালই করেন না। কিছুদিন আগে মেম্বার বলেছিলেন কাজ করে দিবেন। কিন্তু পরবর্তীতে আর কোনো উদ্যোগ নেননি।

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এই এলাকাটি নিচু হওয়ায় সব এলাকার পানি এখানে জমে থাকে। শামীম ওসমান থাকাকালীন আলোচনা করেছিলাম। কিন্তু পরবর্তীতে আর কিছুই হয়নি।
এনায়েতনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান বলেন, এলাকাটি নিচু হওয়ায় পানি জমে। সমাধানের জন্য বড় প্রকল্প দরকার। ইউনিয়ন পরিষদের প্রকল্প দিয়ে এই সমস্যার সমাধান হবে না।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, এ বিষয়ে আমি সংশ্লিষ্ট চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। তাকে বলেছি দ্রুত করণীয় জানাতে। আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে।
এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়তের জুনায়েদ আল হাবিব
- ২ লালমনিরহাটে বিশেষ ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
- ৩ সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী
- ৪ বিল ভরাটে পথে বসেছে অষ্টগ্রামের জেলেরা, ইজারা বাতিলের দাবি
- ৫ জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন