ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডেকে নিয়ে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

পাবনার সাঁথিয়ায় সুজন (৩৮) নামে এক ভ্যানচালককে ভাড়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তাকে হত্যা করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের স্বরপ নামক স্থানে পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুজন (৩৮) উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাই মোল্লার ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবার জানায়, সুজন সম্প্রতি প্রায় এক লাখ টাকা দিয়ে একটি নতুন ভ্যান কেনেন। শুক্রবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে তাকে ভাড়ার কথা বলে কে বা কারা ডেকে নিয়ে যায়। রাতে সুজন বাড়ি ফেরেননি। ফোনও বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে স্থানীয়রা একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। বিষয়টি জানাজানি নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, আমরা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আলমগীর হোসাইন/এফএ/এমএস