ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আজহারির মাহফিলে লাখো মানুষের ঢল

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দানে জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারি তাফসির পেশ করছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ জোহর তার তাফসির শুরু হয়। এর আগে লাখ লাখ মানুষ মাহফিলে যোগ দেন। এখনো ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন।

আজহারির তাফসির শুরুর আগে আমন্ত্রিত অতিথিরা বয়ান পেশ করেন। পরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা আজহারিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আজহারির মাহফিলে লাখো মানুষের ঢল

এর আগে মাহফিলকে কেন্দ্র করে কয়েকদিন ধরে প্রচারণা করছিল আয়োজক কমিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাহফিলের বিষয়টি মানুষ জানতে পরেন। কয়েকদিনের চেষ্টায় শুক্রবার বিকেলে মাহফিলের সবধরনের প্রস্তুতি শেষ হয়। এদিন রাতে মানুষের ঢল নামে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি আরও বাড়তে থাকে।

এদিকে মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। তারা মাহফিলের স্থানসহ শহরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়িয়েছেন।

আজহারির মাহফিলে লাখো মানুষের ঢল

আয়োজক কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন জাগো নিউজকে বলেন, মিজানুর রহমান আজহারি তাফসির শুরু করেছেন। মানুষ আগ্রহ সহকারে পছন্দের বক্তার বয়ান শুনছেন। তার বয়ানের মাধ্যমে ইসলামের পথে চলার আহ্বানসহ নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে।

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেজন্য আমরা সভা করেছি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের সমস্যা ছাড়াই মাহফিল সমাপ্ত হবে।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম