ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাসিনা ক্ষমতা চেয়েছিলেন, তিস্তার ন্যায্য হিস্যা চাননি: দুলু

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

তিস্তার ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের চেয়ে শেখ হাসিনা ক্ষমতাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর একটি কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, আমরা দেখেছি, পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফরে যান, তখন সাংবাদিকরা তিস্তা চুক্তি নিয়ে জানতে চাইলে উনি (শেখ হাসিনা) প্রতিবারই আশ্বাস দিয়েছেন। কিন্তু ১৬ বছরে সেটা করতে পারেননি। পক্ষান্তরে আমরা যেটা জানি, হয়তো মোদী সরকার ওনাকে বলেছে, তিস্তার পানি নেবেন, না কি ক্ষমতায় থাকবেন? উনি ক্ষমতাটাকেই প্রাধান্য দিয়েছেন, যার কারণে তিস্তা চুক্তি সম্ভব হয়নি।

দুলু বলেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি আমাদের সংস্কৃতি, অর্থনীতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিস্তা আমাদের জীবনরেখা। আমাদের বন্ধু প্রতীম রাষ্ট্র চীন ২০১৬ সালে তিস্তা নদীর ওপর সমীক্ষা চালিয়ে একটা মহাপরিকল্পনা বাস্তবায়নের নকশা তৈরি করেছিল। কিন্তু আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আর ভারতের বিরোধিতায় সেটা বাস্তবায়ন হয়নি।

আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীবেষ্টিত পাঁচ জেলার ১১টি পয়েন্টে দুই দিনব্যাপী লাগাতার কর্মসূচির কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লাখো মানুষের সমাগম হবে এবারের কর্মসূচিতে।

জিতু কবীর/জেডএইচ/এএসএম