ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রমিক লীগ নেতার বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আব্দুল হালিম নামের এক শ্রমিক লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় ইট-পাটকেলের আঘাতে তার স্ত্রীসহ চার নারী আহত হয়েছেন। ভুক্তোভোগীদের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শ্রমিক লীগ নেতা আব্দুল হালিমের স্ত্রী মিনারা বেগম, একই বাসার রিয়া আক্তার, মাকসুদা ও মনোয়ারা বেগম।

এলাকাবাসী জানান, ৫ আগস্টের পর উপজেলার মেঘনা শিল্পাঞ্চল শাখার শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিমের ওপর হামলা হয়। সেসময় তাকে কুপিয়ে জখম করা হয়েছিল। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার সন্ধ্যায় তার স্ত্রী বাড়ি যান। বাড়ি আসার খবরে রাত সাড়ে ৮টার দিকে হামলা হয়।

শ্রমিক লীগ নেতার বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা

মিনারা আক্তার বলেন, ৫ আগস্ট সন্ধ্যায় তার স্বামীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে তারা বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থাকেন। সোমবার সন্ধ্যায় রমজান উপলক্ষে সন্তানসহ বাড়িতে আসার খবরে শতাধিক লোকজন হামলা ভাঙচুর ও লুটপাট করে। বিএনপি নেতা আব্দুল জলিল এ হামলার নেতৃত্ব দিয়েছেন। পুলিশ হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত একজনকে আটক করে থানায় নিয়ে ছেড়ে দেয়।

এ বিষয় অভিযুক্ত পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। হালিমের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার স্ত্রী তাদের কর্মীদের গালিগালাজ করায় এ ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, অভিযোগকারী না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওই এলাকায় কোনো হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মো. আকাশ/জেডএইচ/এমএস