ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধা জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২১ মে ২০১৬

গাইবান্ধায় বাংলাদেশ আওয়ামী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি।

জেলা আওয়ামী যুবলীগ সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, আবু বকর সিদ্দিক, এমরান হোসেন খান, জসিম উদ্দিন, এমারুল ইসলাম সাবিন, রেজাউল করিম রেজা প্রমুখ।

পরে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সর্দার মো. শাহীদ হাসান লোটন সভাপতি ও শাহ আহসান হাবীব রাজিবকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করেন।

অমিত দাশ/জেএইচ