শবে বরাতে শাহজালাল ও শাহপরান মাজারে মুসল্লিদের ঢল
ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশের মত সিলেটেও পবিত্র শবে বরাত পালিত হচ্ছে। রোববার বিকেল থেকে ইবাদত বন্দেগির মধ্যে কাটাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে বরাত উপলক্ষে সিলেট নগরের দরগাহ গেইট এলাকায় হযরত শাহজালাল ও নগরের উপকণ্ঠ হযরত শাহপরান (রহ.) এর মাজার ও মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে।
এদিকে শবে বরাতের রাতকে কেন্দ্র করে হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.) এর মাজারসহ নগরের প্রায় অর্ধশতাধিক মাজারে ভিক্ষুকদের উপস্থিতি বেড়ে গেছে। বিভিন্ন জেলা থেকে ভিক্ষুকরা অধিক ভিক্ষা পাওয়ার আশায় এখানে এসে ভিড় জমান। বিভিন্ন মসজিদ ও মাজারের পাশে তাদের ভিক্ষার ঝুলি বিছিয়ে বসে থাকতে দেখা গেছে। মাজারগুলোতে আসা লোকজনও নিজের সামর্থ অনুযায়ী অর্থকরী দান করেন।
আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত সিলেটে দেশের বিভিন্ন স্থান থেকে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.), তার ভাগ্নে হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলমান হযরত বোরহান উদ্দিন (রহ.) সহ অন্যান্য ওলি-আউলিয়ার মাজার জিয়ারত করতে মাজার ভক্ত লোকজন এই মহিমান্বিত রাত উপলক্ষে সিলেটে এসেছেন।
ফলে মাজার এলাকাগুলোতে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্য ও ট্রাফিক পুলিশ মানুষের চলাচলকে নির্বিঘ্ন করতে হিমশিম খাচ্ছে। মাজারে আসা লোকজনের যানবাহনে ওই এলাকাগুলোতে যানজট লেগে গেছে।
এছাড়া শবে বরাতে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাওয়া তথা প্রার্থনার জন্য ধর্মপ্রাণ লোকজন সন্ধ্যার পর থেকেই বিভিন্ন মসজিদে ভিড় করতে থাকেন। অনেকে আবার মাজার ও কবরস্থানে যান মোনাজাত করার জন্য। আত্মীয়-স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে তার মুক্তির জন্য কবর জিয়ারত করে দোয়া করেন স্বজনরা।
ছামির মাহমুদ/জেএইচ