সীতাকুণ্ডে লোকালয়ে মায়া হরিণ, পরে উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডের অলিনগর বেড়িবাঁধ এলাকায় একটি মায়া হরিণকে আটকে রাখার ঘটনা ঘটেছে। পরে উপকূলীয় বন রক্ষীদের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়।
সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে মিয়াজী পাড়া ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনসহ কয়েকজন ব্যক্তি তাদের পালিত কুকুর দিয়ে হরিণটি ধাওয়া করে বেঁধে রেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দলছুট একটি হরিণকে তাড়া করছিল কুকুর। প্রাণভয়ে ছুটতে ছুটতে একপর্যায়ে কাদায় আটকে পড়ে হরিণটি। এ সময় কুকুরের কবল থেকে গ্রামবাসী হরিণটি রক্ষা করে। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে হরিণটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।
বন বিভাগ জানায়, সম্প্রতি সীতাকুণ্ডের গুলিয়াখালী সাগর উপকূলের ম্যানগ্রোভ বনে ছয়টি হরিণ অবমুক্ত করা হয়েছিল। কাদায় আটকে পড়া হরিণটি এর একটি। সকালে দলছুট হয়ে হরিণটি বন থেকে বেরিয়ে পড়ে। এরপর কুকুরের তাড়া খেয়ে কাদায় আটকে পড়েছিল।

উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জের কর্মকর্তা রনি আলী ঘটনার বিষয়ে বলেন, উদ্ধার হরিণটি দুর্বল হয়ে পড়েছে। এর ঘাড়ে কুকুরের কামড়ের জখম রয়েছে। এটি উদ্ধারের পর চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসার পর সুস্থ করে পুনরায় বনে অবমুক্ত করা হবে।
এম মাঈন উদ্দিন/আরএইচ/এমএস