ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার চেষ্টা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৫ মার্চ ২০২৫

ফেনী শহরের রেলগেইট সংলগ্ন সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট এলাকায় অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়ি আটক করে হামলার চেষ্টা করেছে অবৈধ দখলদার ও হকাররা।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়ি থেকে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, ফেনী শহরের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের যাতায়াত নির্বিঘ্ন করে যানজট নিরসন করতে রমজানের দ্বিতীয় দিনে ফেনীর বিভিন্ন স্থানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার চেষ্টা

ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে ফেনী শহরের রেলগেইট সংলগ্ন সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় ফুটপাত ও সড়ক দখল করে দোকান করার দায়ে কয়েকজনকে জরিমানা ও ওজন মাপকযন্ত্র জব্দ করে প্রশাসন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের লোকজন মাইক্রোবাসে করে ফেরার সময় হঠাৎ দখলদাররা গাড়িটি ঘেরাও করে গাড়ির গ্লাসে হাত দিয়ে আঘাত করতে করতে হৈ-হুল্লোড় শুরু করে। অবস্থা বেগতিক দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি থেকে নেমে অ্যাকশন নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হকারদের দাবি, তাদেরকে সতর্ক না করে হঠাৎ ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে দোকানের মালামাল নিয়ে যায়। এতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। মালামাল ফেরত চাইলেও না দেওয়ায় দোকানী ও ক্ষতিগ্রস্তরা হৈ-হুল্লোড শুরু করেন।

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার চেষ্টা

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষ করে ফেরার পথে তারা (দখলদাররা) মব করার চেষ্টা করেছে। পরে গাড়ি থেকে নামলে তারা সেখান থেকে চলে যান। অভিযানের সময় তারা জড়ো হয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

এদিকে রমজান উপলক্ষে জেলায় বাজার তদারকি ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এতে ৪০ মামলায় ৮৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) দিনব্যাপী জেলায় ১১টি পৃথক অভিযানে এসব জরিমানা করা হয়।

আবদুল্লাহ আল-মামুন/এমএন/এএসএম