ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধা

বিএনপির তালিকায় আ’লীগের কাউন্সিলর, তফসিল বাতিলের দাবি

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৫ মার্চ ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুরের ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের অভিযোগ তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটার বানানো হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ভাতগ্রামের পঁচার বাজারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কারা নির্যাতিতসহ অন্তত দুই শতাধিক স্থানীয় বিএনপি নেতাকর্মী অংশ নেন।

বিএনপির তালিকায় আ’লীগের কাউন্সিলর, তফসিল বাতিলের দাবি

বক্তারা বলেন, ইউনিয়ন বিএনপির কাউন্সিলের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। এর জন্য ইউনিয়নের আহ্বায়ক তার পরিবারের একাধিক ব্যক্তি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক নিয়ে তালিকা তৈরি করেছেন। এতে করে কতিপয় ব্যক্তি তাদের স্বার্থ হাসিলের চেষ্টা ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাই অবিলম্বে ঘোষিত তফসিল বাতিলসহ নতুন করে ভোটার তালিকা বানানোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রোস্তম আলী, সাদেকুল ইসলাম সাদেক, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, বর্তমান যুগ্ম-আহ্বায়ক আব্দুল হাই, আবুল কালাম আজাদ, শাহারুল ইসলাম, সদস্য বাবলু সরকার ও আব্দুর রশিদ বক্তব্য দেন।

এ এইচ শামীম/আরএইচ/জিকেএস