ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরব পৌর মেয়র আক্কাছের উপর হামলা, গাড়ি ভাঙচুর

প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৩ মে ২০১৬

নরসিংদীর রায়পুরার পৌরসভা নির্বাচনের প্রচারণা শেষে ভৈরব আসার পথে ভৈরব পৌর মেয়র অ্যাড ফখরুল আলম আক্কাছের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় অল্পের জন্য মেয়র বেঁচে যান বলে জানান।

অামামী ২৮ মে রায়পুরার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী হয়েছেন মো. অাফজাল এবং দলের বিদ্রোহী পার্থী মো. জামাল মোল্লা।

সোমবার বিকেলে অ্যাড আক্কাছ আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে ভৈরব থেকে রায়পুরায় যান। প্রচার শেষে রাতে ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন।

আসাদুজ্জামান ফারুক/বিএ