ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জ

প্রশাসনের সামনেই জলমহালের খলায় আগুন

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০১:০২ পিএম, ০৭ মার্চ ২০২৫

সুনামগঞ্জের সতোয়া জলমহালের খলায় প্রশাসনের সামনেই আগুন দিয়েছে ১৫ থেকে ২০ গ্রামের মানুষ।

শুক্রবার (৭ মার্চ) সকালে দিরাই ও শাল্লা উপজেলায় অবস্থিত সতোয়া জলমহালের দ্বিতীয় দফায় মাছ লুটপাট করতে না পারায় দুই খলায় আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী। তবে প্রথম দফায় এ বিল থেকে প্রায় কোটি টাকার মাছ লুট হয়।

প্রশাসনের সামনেই জলমহালের খলায় আগুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে দ্বিতীয় দফায় সতোয়া জলমহালের মাছ লুট হবে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় দিরাই ও শাল্লা থানা পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। পরে সেখানে বাঁশ, জাল, পলোসহ উপস্থিত হয় শ্যামারচর, ললোয়ারচর, মাইতি, কার্তিকপুরসহ প্রায় ১৫-২০ গ্রামের মানুষ। এসময় প্রশাসন মাইকিং করে জলমহাল লুট না করতে অনুরোধ জানায়। কিন্তু এতে বিপরীত পরিস্থিতি সৃষ্টি হয়। জড়ো হওয়া মানুষ মাছ লুট করতে না পেরে জলমহালের দুটি খলায় আগুন ধরিয়ে দেয়।

প্রশাসনের সামনেই জলমহালের খলায় আগুন

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সতোয়া জলমহালটি লুট করার জন্য ছয় থেকে সাত হাজার মানুষ জড়ো হয়েছিল। কিন্তু আজ সকাল থেকে সতোয়া জলমহালে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে ছিল। সে কারণে জড়ো হওয়া মানুষ লুটপাট করতে পারেনি। সেই ক্ষোভে জলমহালের দুটি খলায় আগুন ধরিয়ে যায়। তবে এখন সব কিছু পুলিশের নিয়ন্ত্রণে আছে।

লিপসন আহমেদ/এএইচ/এমএস