পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরের পানিতে ডুবে ফারহান (৩) ও শাফায়েত (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রসুলপুর-সাঞ্জাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহান রসুলপুর-সাঞ্জাপাড়া গ্রামের মো. সোহাগ হোসেনের ছেলে ও শাফায়েত একই গ্রামের মো. সরোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ফারহান ও শাফায়েত খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাদের খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে। পরে তাদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, শিশু দুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। বিষয়টি বেদনাদায়ক।
আল মামুন/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপি নেতাকে গুলি: চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির কড়া নজরদারি
- ২ ঘন কুয়াশা-হিম বাতাসে স্থবির কুড়িগ্রামের জনজীবন
- ৩ ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা ডা. আবু সাঈদ ফের গ্রেফতার
- ৪ এনসিপি নেতাকে আ’লীগের কর্মী হিসেবে গ্রেফতার, ওসিকে আদালতে তলব
- ৫ হেডফোন কানে দিয়ে রেললাইনে, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের