ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০২:১৪ পিএম, ১১ মার্চ ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে খুরশিদ নামে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শহরের গাছতলাঘাট এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন আদালত।

মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত খুরশিদের দোকানে ক্রেতারা গরুর মাংস কিনতে গেলে জানতে পারেন গরুটি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর তড়িঘড়ি করে জবাই করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর চোখে এ ঘটনা ধরা পরে। পরে গুরুর মাংস দোকানে এনে বিক্রি শুরু করলে ঘটনা এলাকায় জানাজানি হয়। এতে বিক্ষুব্ধ লোকজন তার দোকান ঘেরাও করে প্রতিবাদ করতে থাকেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ করলে খুরশিদ অপরাধ স্বীকার করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেদুয়ান আহমেদ রাফি জানান, খুরশিদ মরা গরুর মাংস বিক্রির কথা নিজে স্বীকার করলে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও একইসঙ্গে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজীবুল হাসান/এমএন/এমএস