সিরাজগঞ্জে দুই ইটভাটায় জরিমানা
সিরাজগঞ্জে দুই ইটভাটায় এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ মার্চ) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুল ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া এলাকার মেসার্স সৌহার্দ্য ব্রিকসের কিলন ভেঙে ৫০ হাজার টাকা ও শাহজাদপুর উপজেলার তালগাছী এলাকার মেসার্স এমএমএইচ ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, পরিবেশগত ছাড়পত্র লঙ্ঘন করে ইট প্রস্তুত করায় এ ইটভাটাকে জরিমানা করা হয়।
এমএ মালেক/আরএইচ/এএসএম