ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্র্যাক কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাই

প্রকাশিত: ১১:০২ এএম, ২৪ মে ২০১৬

পাবনায় আলিমুদ্দিন (৪০) নামে এক ব্র্যাক কর্মকর্তাকে গুলি করে তার কাছে থাকা অফিসের ১৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে শহরের অদূরে পাবনা-রাজশাহী মহাসড়কে বালিয়াহালট ব্রিজের উপর ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।  

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ব্র্যাক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্র্যাকের হিসাবরক্ষণ কর্মকর্তা আলিমুদ্দীন ও ম্যানেজার নজরুল ইসলাম বেলা সাড়ে ১২টার দিকে পাবনা শহরে পূবালী ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওয়ানা হন।

তারা ব্র্যাক অফিসের সামনে বালিয়াহালট ব্রিজের উপর পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ৩-৪ জনের সশস্ত্র দুর্বৃত্তদল তাদের ঘিরে ধরে। এসময় তারা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আলিমুদ্দীন তাদের বাধা দেন। ফলে তারা আলিমুদ্দিনকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
 
পরে ব্র্যাক কর্মকর্তা আলিমুদ্দীনকে গুরুতর আহত অবস্থায় তার সহকর্মীরা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পাবনা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আকসাদ আল মাসুর আনন জানান, ব্র্যাক কর্মকর্তার হাতে গুলি লেগেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।  
     
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মুন্সী আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুবৃর্ত্তদের গ্রেফতার করে টাকা উদ্ধারের চেষ্টা চলছে। বেলা তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

জামান/এফএ/এবিএস