পরিচয় মিলেছে নদীর পাড় থেকে উদ্ধার নারী-শিশুর মরদেহের
শরীয়তপুরের গোসাইরহাটে উদ্ধার হওয়া নারী ও শিশুর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। ওই নারীর নাম তানিয়া আক্তার ও শিশুটির নাম রাবেয়া। তারা দুজন সম্পর্কে মা ও মেয়ে। তাদের বাড়ি বরিশালের হিজলা থানায়।
বুধবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীর পাড়ে এক নারী ও এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। এদিকে মরদেহ দুটি উদ্ধারের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা থানায় এসে পরিচয় শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে বুধবার সকালে মরদেহ দুটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় তানিয়া আক্তারের বাবা দুলাল হাওলাদার তানিয়ার স্বামী আব্দুর রহমানসহ তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
ওসি মাকসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিধান মজুমদার অনি/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান