ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১২ মার্চ ২০২৫

পাবনার চাটমোহরে এক বৃদ্ধ ও ভাঙ্গুড়া উপজেলায় মজিরন (৪০) নামের এক নারীসহ ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) নিহতদের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

এদের মধ্যে একজন হলেন ফরিদপুর উপজেলার চিথুলিয়া কান্দাপাড়া গ্রামের নায়েব আলীর স্ত্রী মজিরন খাতুন (৪০)। অপরজন ৭০ বছর বয়সী বৃদ্ধ। তার পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে মজিরন খাতুন নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী চাটমোহরে বাবার বাড়ি যাচ্ছিলেন। তিনি ভাঙ্গুড়া রেলগেট থেকে রেললাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

অপরদিকে পাবনার চাটমোহরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে রেললাইনের ওপর দিয়ে তিনি হাঁটছিলেন। এসময় একটি দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছে এলাকাবাসী।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, বুধবার সকালে চাটমোহরে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আলমগীর হোসাইন/জেডএইচ/এমএস