ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন করা যাবে না: রিপন

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৫ মার্চ ২০২৫

আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, গণপরিষদের নির্বাচনের দাবি তুলে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনকে বিলম্বত করা যাবে না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, তাকে শপথ রক্ষা করতে হবে। সংসদ নির্বাচন সবার আগে দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন করা যাবে না।

শনিবার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর শহরের মেমোরিয়াল হলে বিএনপির ফরিদপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন।

jagonews24

আসাদুজ্জামান রিপন আরও বলেন, ১৮ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, এর ১৮ মিনিট বেশি সময় নেওয়া যাবে না। বিএনপি সেই সময় দেবে না। বিগত ১৬ বছরে জনগণ ভোট দিতে পারেনি। এই ১৬ বছরে জনগণের ভোট ছাড়াই নির্বাচন করা হয়েছে। যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করা হয়েছে, যাকে ইচ্ছা তাকে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, দখলবাজিতে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি নেত্রী খালেদা জিয়া দখলবাজিকে প্রশ্রয় দেন না।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খন্দকার মাশুকুর রহমান মাসুক, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ঈসা প্রমুখ।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম