ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চার শিশু হত্যা : দুই আসামির জামিন নামঞ্জুর

প্রকাশিত: ১০:০৪ এএম, ২৫ মে ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলায় কারাগারে আটক দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে মামলাটি পরবর্তী কার্যক্রমের জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এসময় হত্যায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিকে এর মালিক নিজ জিম্মায় নেয়ার আবেদন করলে সেটিও খারিজ করে দেয়া হয়। বুধবার বেলা ২টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যা মামলায় বুধবার নির্ধারিত তারিখে কারাগারে আটক আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, ভাতিজা সাহেদ আলী ওরফে সায়েদ, অন্যতম সহযোগী হাবিবুর রহমান আরজু, সালেহ আহমেদ ও বশির আহমেদকে আদালতে হাজির করা হয়। এসময় সালেহ ও বশিরের জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।

পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত আটক সিএনজি অটোরিকশাটি (হবিগঞ্জ থ-১১-৫৬১৬) এর মালিক ওই উপজেলার কামারগাঁও গ্রামের কদ্দুছ মিয়া তার আইনজীবী ফয়জুল বশির চৌধুরী সুজনের মাধ্যমে নিজ জিম্মায় নেয়ার আবেদন করেন। কিন্তু আদালত গাড়িটি পরিদর্শন করে এতে রক্তের দাগ পাওয়ায় এ আবেদন নামঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ নির্ধরণ করা হয়েছে ৯ জুন।

উল্লেখ্য, সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) গত ১২ ফেব্রুয়ারি গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস