ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতপুরে গাছ চাপায় গৃহবধূ নিহত

প্রকাশিত: ১১:১০ এএম, ২৫ মে ২০১৬

কুষ্টিয়ার দৌলতপুরে ঝড়ে গাছ চাপায় রুবিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। নিহত গৃহবধূ উপজেলার ভেড়ামারা গ্রামের ইমদাদুল হকের স্ত্রী।

বুধবার দুপুরে রিফায়েতপুর ইউনিয়নের ভেড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে হালাকা বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হয়। এসময় ভেড়ামার গ্রামের গৃহবধূ রুবিনা খাতুন বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় গাছের ডাল ভেঙে তার শরীরের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রিফায়েতপুর গ্রামে আম গাঝের ডাল ভেঙে একজন নারী আহত হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

আল-মামুন সাগর/এআরএ/আরআইপি