ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুয়াশা ও শৈত্য প্রবাহে জবুথবু রাজশাহীর জনজীবন

প্রকাশিত: ০৭:১২ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

কয়েকদিন ধরে টানা ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে জবুথবু হয়ে পেড়েছ রাজশাহী মহানগর ও আশপাশের এলাকার জনজীবন। এর ফলে দূর্ভোগে পড়েছে এ এলাকার ছিন্নমূল ও রাস্তায় খেটে খাওয়া মানুষরা।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিনমজুর, রিক্সাচালক এবং খামার শ্রমিকদের উপার্জন করতে কষ্ট হচ্ছে। গত ২৪ ঘন্টায় শৈত্য প্রবাহের কারণে তাপমাত্রা হ্রাস পাওয়ায় রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চলেই সামগ্রিক পরিস্থিতির অবনতি হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে শনিবার। শুক্রবার সেখানে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সূত্র জানায়, হিমালয় থেকে বাতাস উত্তর ও উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হওয়ায় তাপমাত্রা কমে গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে- উপজেলা ও জেলা পর্যায়ে ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে ঠাণ্ডাজনিত রোগী বিশেষ করে, নিউমোনিয়া, হাঁপানি ও শ্বাসযন্ত্রের সংক্রমণ জনিতরোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শিশু ওয়ার্ডসহ প্রতিটি বিভাগে ঠাণ্ডাজনিত রোগীরা ভিড় করছে।