ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০২:০০ পিএম, ২৬ মার্চ ২০২৫

কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার যশোদল ইউনিয়নের চিকনীরচর মধ্যে পাড়া ভুরভুরিয়া বিলের উত্তর পাশে পতিত জমিতে এ নামাজ আদায় ও দোয়ার আয়োজন করা হয়।

নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন দেওবন্দীর।

এলাকাবাসীর আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে খুতবা পাঠসহ সারাদেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

নামাজে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা ক্বারি আব্দুল খালেক, চিকনীরচর মধ্যে জামে মসজিদের সেক্রেটারি আনোয়ার হোসাইন, সাবেক ইউপি সেলিম মিয়াসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা।

এসকে রাসেল/এএইচ/এএসএম