ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিশু রবিউল হত্যা মামলার রায় পেছাল

প্রকাশিত: ০৫:২৬ এএম, ২৬ মে ২০১৬

বিদ্যুৎ বিভ্রাটের কারণে বরগুনার আলোচিত ১০ বছরের শিশু রবিউল আউয়াল হত্যা মামলার রায় পিছিয়েছেন আদালত। আগামী ৩১ মে রায়ের নতুন দিন ধার্য করা হয়েছে।

হত্যাকাণ্ডের ৯ মাস পর আজ বৃহস্পতিবার মামলার রায়ের দিন ধার্য করেন বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আবু তাহের। কিন্তু বিগত চার দিন যাবৎ বরগুনা শহরে বিদ্যুৎ না থাকায় আজ সকালে রায়ের দিন পিছানো হয়।

এ মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আক্তারুজ্জমান বাহাদুর বলেন, গত চার দিন ধরে বরগুনায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এ মামলার রায় প্রস্তুত করতে পারেনি আদালত। তাই আগামী ৩১ মে এ মামলার রায়ের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

তিনি আরো বলেন, শিশু রবিউলকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমরা তা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আদালতের কাছে উপস্থাপন করেছি। তাই আমরা আশাবাদী আদালত রবিউল হত্যার প্রধান আসামি মিরাজকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করবেন।

এরআগে, গত ১৯ মে বৃহস্পতিবার আদালতের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৩ আগস্ট রাতে পেতে রাখা জালের মাছ চুরির অভিযোগে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের ১০ বছরের শিশু রবিউলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে তার মরদেহ পাশের খালে ফেলে রাখে মিরাজ। পরের দিন ৪ আগস্ট বিকেলে স্থানীয় লকরার খালে রবিউলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

ওই দিনই রবিউলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় পাঁচ আগস্ট শিশু রবিউলের বাবা দুলাল মৃধা বাদী হয়ে তালতলী থানায় অভিযুক্ত মিরাজকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই মিরাজকে গ্রেফতার করে পুলিশ।

এরপর ৬ আগস্ট বৃহস্পতিবার বরগুনার আমতলী উপজেলার জেষ্ঠ্য বিচারিক হাকিম বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় রবিউলকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় মিরাজ। পরে ২৩ আগস্ট প্রধান আসামি মিরাজকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এবিএস

আরও পড়ুন