ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভ্যান-রিকশার ব্যাটারি খুলে ফেলার নির্দেশ

প্রকাশিত: ১০:২৪ এএম, ২৬ মে ২০১৬

সাতক্ষীরায় সকল ভ্যান-রিকশার ব্যাটারি খুলে ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আগামী ৩১ মে’র মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্দেশনা বাস্তবায়নসহ শহরে ব্যাটারিচালিত ভ্যান-রিকশা বন্ধ করে দেয়া হবে। শহরের যানজট নিরসনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এর আগে ২৫ মে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় শহরের মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, সাতক্ষীরা ভ্যানের শহরে পরিণত হয়েছে। মানুষের জীবন চরম নিরাপত্তাহীনতায়, প্রতিনিয়ন ঘটছে দুর্ঘটনা।

satkhira-van

এ বক্তব্যের পরই শহরের যানজট নিরসন ও ব্যাটারিচালিত সকল ভ্যান ও রিকশার ব্যাটারি খুলে ফেলার জন্য নির্দেশনা প্রদান করেছে জেলা প্রশাসন। আগামী ১লা জুন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন জাগো নিউজকে বলেন, যানজট নিরসনের লক্ষ্যে ইতিপূর্বেও জেলা রিকশা-ভ্যান শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়েছিল কিন্তু তারা কর্ণপাত করেনি। ৩১ মে’র মধ্যে সকল ভ্যান-রিকশার ব্যাটারি খুলে ফেলার নির্দেশ প্রদান করা হয়েছে। পরদিন ১লা জুন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং ভ্যান থেকে ব্যাটারি খুলে নিয়ে শহরে ব্যাটারিচালিত ভ্যান রিকশা বন্ধ করে দেয়া হবে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

আকরামুল ইসলাম/এআরএ/আরআইপি