ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদযাত্রা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সেনাবাহিনীর টহল

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ৩০ মার্চ ২০২৫

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। রোববার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড ও ময়মনসিংহ লিংক রোডে সেনাবাহিনীর টহল দেখা যায়।

টহলে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট নূর বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে যেন কোনো আপত্তিকর ঘটনা না ঘটে, সেজন্য সেনাবাহিনীর টহল জেরদার করা হয়েছে। পাশাপাশি রমজানে বাজার মনিটরিং, শহরে ট্রাফিক ব্যবস্থা, বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনসহ বেশ কিছু সচেতনামূলক কার্যক্রম আমরা হাতে নিয়েছি। সেনাবাহিনী সবসময় দেশের কল্যাণে কাজ করে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সেজন্য সেনাবাহিনী তৎপর রয়েছে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সেনাবাহিনীর টহল

টহলে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার বিল্লাল, সার্জেন্ট জিয়াসহ সেনাবাহিনীর ৯৮ কম্পোজিট ব্রিগেডের ২৪ ইস্ট বেঙ্গলের সদস্যরা।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এমএস