ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর পালিত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৩৩ পিএম, ৩১ মার্চ ২০২৫

 

সারাদেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। জাগো নিউজের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

নরসিংদী

সকাল ৯টায় চিনিশপুর ঈদগাহ মাঠে মুসল্লিরা পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেন। জামাতে ইমামতি করেন গাবতলী মাদরাসা মসজিদের খতিব মাওলানা নাজমুল ইসলাম। এসময় নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, চিনিশপুর ইউপি বিএনপির আহবায়ক আওলাদ হোসেন মোল্লাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর পালিত

ময়মনসিংহ

সকাল ৮টায় ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। নামাজের পর মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধিসহ মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর পালিত

নাটোর

সকাল ৭টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন আলাইপুর মার্কাস জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান। এখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঈদের নামাজ আদায় করেন।

সাতক্ষীরা

শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল খালেক। প্রথম জামাতে নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি।

আরএইচ/জেআইএম