ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ওয়ার্কশপের আগুনে তিন শিশু শ্রমিক দগ্ধ

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৬ মে ২০১৬

লক্ষ্মীপুরে একটি ওয়ার্কশপে আগুন লেগে তিন শিশু শ্রমিক দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কলেজ রোড এলাকায় আল নূর ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। তাদেরকে সদর হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলো, মো. দেলোয়ার (১৪), ইব্রাহিম (১০) ও লিটন হোসেন (১৩)।

Lakshmipur

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে আল নূর ওয়ার্কশপের ওয়েলিং তারে সটসার্কিট থেকে হঠাৎ আগুন লাগে। এসময় অাশপাশের লোকজন পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় ওয়ার্কশপে কর্মরত ৩ শিশু শ্রমিক দগ্ধ হয়। তাদের হাত পিঠসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
 
আল নূর ওয়ার্কশপের স্বত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন বলেন, আগুনে দগ্ধরা তার আত্মীয়। অসাবধানতাবসত হঠাৎ আগুন লেগে তারা আহত হয়।

Lakshmipur

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, অগ্নিদগ্ধ তিন শিশুকে হাসপাতালে আনা হয়। বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোনায়েম বিল্লাহ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দগ্ধ তিন শিশু শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কাজল কায়েস/এমএএস/পিআর