পশুর নদী থেকে ৩৫ জেলে অপহরণ
ফাইল ছবি
বাগেরহাটের মংলায় সুন্দরবনের পশুর নদী থেকে ৩৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে।
পরে জেলেদের কাছ থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করছে বনদস্যু সাগর বাহিনী। তাৎক্ষণিকভাবে অপহৃত জেলেদের নাম জানা যায়নি। তবে তাদের বাড়ি মংলার জয়মণি, চিলা, সুন্দরতলা ও বাগেরহাটের রামপালে।
মহাজন ও জেলেদের সূত্রে জানা গেছে, ভোরে মংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদের জোংড়া ও মরা পশুর এলাকায় জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণ করছিলেন জেলেরা। এ সময় ওই এলাকায় তাদের ওপর হামলা চালায় বনদস্যু সাগর বাহিনী। পরে জেলেদের অপহরণ করে বনের গহীনে নিয়ে যায় দস্যুরা।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, অপহরণের বিষয়ে খোঁজ-খবর ও তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
শওকত আলী বাবু/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ